Site icon Amra Moulvibazari

চীনের দেয়া যুদ্ধবিরতির প্রস্তাবের বিরোধিতা ব্লিনকেনের

চীনের দেয়া যুদ্ধবিরতির প্রস্তাবের বিরোধিতা ব্লিনকেনের


জাতিসংঘের অধিবেশনে বক্তব্যরত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন।

ইউক্রেন যুদ্ধ বন্ধে নিঃশর্ত বা সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাবের বিরোধিতা করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির প্রস্তাবের বিরুদ্ধে নিজের যুক্তি উপস্থাপন করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনি ব্লিনকেন। খবর এপির।

যুদ্ধ বিরতির মাধ্যমে রাশিয়া ইউক্রেনে পুনরায় হামলা চালানোর সুযোগ পাবে বলে জানান ব্লিনকেন। এ পদক্ষেপ সামরিকভাবে মস্কোকে পুনর্গঠনের সুযোগ করে দেয়া বলেও দাবি তার। এর মাধ্যমে একই সাথে অন্য দেশগুলোকেও পরোক্ষভাবে আগ্রাসনের বার্তা দেয়া হবে বলে মনে করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। জাতিসংঘে রুশ আগ্রাসনের নিন্দা না জানিয়ে যুদ্ধ বন্ধের এই পদক্ষেপেরও নিন্দা জানান তিনি।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনি ব্লিনকেন বলেন, নিঃশর্ত বা সাময়িক যুদ্ধবিরতির আহ্বানে সাড়া দেয়া ঠিক হবে না। যেকোনো ধরনের শান্তি প্রক্রিয়া যা বলপ্রয়োগের মাধ্যমে অন্য দেশের ভূমি দখলের বৈধতা দেয়, তাকে সমর্থন জানানো উচিৎ না। এতে পুনরায় হামলার জন্য তারা সেনাদের সংগঠিত করার সুযোগ পাবে। ২০১৫ সালের পর আমরা এমন ঘটনাই দেখেছি।

/এসএইচ



Exit mobile version