Site icon Amra Moulvibazari

তালুকদার আব্দুল খালেকের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

তালুকদার আব্দুল খালেকের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ


খুলনা ব্যুরো:

খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) নির্বাচনে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী তালুকদার আব্দুল খালেক মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তবে মেয়রপ্রার্থী নিজে সেখানে উপস্থিত না থাকায় তার পক্ষে মনোনয়নপত্র গ্রহণ করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডি এ বাবুল রানা।

মঙ্গলবার (২ মে) সকালে রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি। এ সময় মেয়রপ্রার্থীর ভাই জলিল তালুকদার, সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফকির সাইফুল ইসলাম, আওয়ামী লীগ নেতা সুজন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এরআগে গত ১৫ এপ্রিল গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভার সিদ্ধান্ত অনুযায়ী খুলনা সিটি করপোরেশন নির্বাচনে বর্তমান মেয়র তালুকদার আব্দুল খালেককেই পুনরায় দলীয় মনোনয়ন দেয়া হয়।

নির্বাচনী তফসিল অনুযায়ী আগামী ১২ জুন কেসিসি নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ছাড়া নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৬ মে, বাছাই ১৮ মে এবং ২৫ মের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে।

প্রসঙ্গত, ২০১৮ সালের ১৫ মে খুলনা সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে মহানগর আওয়ামী লীগ সভাপতি তালুকদার আব্দুল খালেক বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জুকে ৬৭ হাজার ৯৪৬ ভোটের ব্যবধানে হারিয়ে মেয়র নির্বাচিত হন।

এএআর/



Exit mobile version