রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীতে ৪টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৫ জুন) বিকালে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো, রাজবাড়ী সদরের পাকুরিকান্দা গ্রামের মো. আলম খাঁ’র ছেলে মো. আব্দুর রহিম (১৯), একই গ্রামের মো. শহিদ মোল্লার ছেলে মো. রায়হান মোল্লা (১৯), মো. ইয়াকুব খানের ছেলে মো. মিঠু (৪০), শাজাহান মোল্লার ছেলে মো. মাসুদ মোল্লা (২৩), রামচন্দ্রপুর গ্রামের মৃত আহম্মেদ আলী মোল্লার ছেলে মো. চুন্নু মোল্লা (৪২) এবং চর বারকিপাড়া গ্রামের রহমান শেখের ছেলে রাব্বি শেখ (২৩)।
রাজবাড়ী সদর থানার ওসি মোহাম্মদ সাহাদাত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৪ জুন) একটি চোরাই মোটর সাইকেলসহ প্রথমে মো. আব্দুর রহিমকে গ্রেফতার করে পুলিশ। পরবর্তীতে তার দেয়া তথ্যের ভিত্তিতে বুধবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে অন্যান্যদের গ্রেফতার এবং তাদের কাছ থেকে আরও ৩টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ চক্রের সাথে আরও বেশ কয়েক জন জড়িত আছে। পুলিশ তাদেরও গ্রেফতারের চেষ্টা অব্যাহত রেখেছে।
এসজেড/