Site icon Amra Moulvibazari

ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেলো মানসিক ভারসাম্যহীন নারীর

ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেলো মানসিক ভারসাম্যহীন নারীর


ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের মহেশপুরে রাফেজা খাতুন (৫৪) নামে মানসিক ভারসাম্যহীন এক নারী বালু বোঝাই ট্রাকের চাপায় পিষ্ট হয়ে নিহত হয়েছেন। মঙ্গলবার (২ মে) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সামন্তাবাজার সংলগ্ন ষাটনলপাড়া এলাকায় স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত নারী পার্শ্ববর্তী বাগদিয়ার আইট গ্রামের দেলবার হোসেনের স্ত্রী।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, সকালে রাস্তার পাশ দিয়ে হাঁটছিলেন রাফেজা খাতুন। সে সময় ষাটনলপাড়া নামক স্থানে গেলে বালু বোঝাই ট্রাকটি পার্কিংয়ের জন্য পেছনের দিকে এগোলে চাকার নিচে চাপা পড়ে যান তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয় ভৈরবা পুলিশ ক্যাম্পের ইনচার্জ আব্দুল মান্নান জানান, নিহত রাফেজা খাতুন মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জেনেছি। দুর্ঘটনার পর থেকে ট্রাকচালক পলাতক রয়েছে। তবে ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।

এএআর/



Exit mobile version