Site icon Amra Moulvibazari

জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভুয়া নার্স আটক

জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভুয়া নার্স আটক


সিনিয়র করেসপনডেন্ট, জয়পুরহাট:

জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে তুলি নামে এক ভুয়া নার্সকে আটক করেছে পুলিশ।

সোমবার (২০ মার্চ) দুপর ১২টার দিকে হাসপাতালের পুরুষ ওয়ার্ড থেকে তুলি নামে ভুয়া নার্সকে আটক করা হয়। আটককৃত ভুয়া নার্স জয়পুরহাট সদর উপজেলার ভাদশা ইউনিয়নের গোপালপুর গ্রামের রমজান আলীর মেয়ে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালের পুরুষ ওয়ার্ডে ওই নারীকে সিনিয়র স্টাফ নার্সদের পোশাক পরিহিত অবস্থায় ডিউটি করতে দেখা যায়। তার গতি প্রকৃতি সন্দেহজনক হলে হাসপাতালের অন্যান্য নার্সরা পরিচয় জানতে চাইলে ওই নারী উদ্ভট উত্তর দিতে থাকে। সে সঠিক নার্সের তথ্য না দেয়ায় পরে তাকে উপসেবা তত্ত্বাবধায়ক অফিসে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে উপসেবা তত্ত্বাবধায়ক অফিসে জিজ্ঞাসায় বিভিন্ন সময় বিভিন্ন ভুল তথ্য দিতে থাকে।

হাসপাতালের উপসেবা তত্ত্বাবধায়ক মোছা. নাজমা খাতুন সাংবাদিকদের বলেন, আজ সকাল থেকেই স্টাফ নার্সদের পোশাক পরিহিত অবস্থায় পুরুষ ওয়ার্ডে ডিউটি করছিলেন এই তুলি নামের মেয়েটি, তাকে সন্দেহজনক হলে তার পরিচয় জিজ্ঞাসাবাদে সে সঠিক নার্সের তথ্য দিতে পারেনি এবং কী কারণে এই পোশাক পরিধান করেছে তারও সঠিক উত্তর দিতে পারেনি। প্রায়ই হাসপাতালের রোগীদের মোবাইল ও ব্যাগ চুরি হয়। ধারণা করা হচ্ছে নার্সদের ভুয়া পোশাক পরে সে রোগীদের বেড থেকে মোবাইল ও টাকা চুরি করার উদ্দেশে এই বেশ ধরতে পারে।

উপসেবা তত্ত্বাবধায়ক আরও বলেন, এই কাজটি সে ঠিক করেনি। এইভাবে হাসপাতালের ভিতরে গিয়ে এরা চুরি করে আর হাসপাতালে কর্মরত নার্স এবং স্টাফদের দুর্নাম হয়। পরে জয়পুরহাট সদর থানায় খবর দিলে পুলিশ এসে ওই ভুয়া নার্সকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায়।

আটকের বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের উপসেবা তত্ত্বাবধায়কের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত তুলি নামের স্টাফ নার্সের পোশাক পরিহিত মেয়েকে আটক করা হয়েছে। কী কারণে স্টাফ নার্সের পোশাক পরিধান করে হাসপাতালে ডিউটি করছিল তার কারণ জানার জন্য তাকে জিজ্ঞাসাবাদ চলছে।

ইউএইচ/



Exit mobile version