Site icon Amra Moulvibazari

বাইডেনের ঈদ শুভেচ্ছা অনুষ্ঠানে ঢুকতে দেয়া হলো না মুসলিম মেয়রকে, বিমানবন্দরেও হয়রানি

বাইডেনের ঈদ শুভেচ্ছা অনুষ্ঠানে ঢুকতে দেয়া হলো না মুসলিম মেয়রকে, বিমানবন্দরেও হয়রানি


হোয়াইট হাউসে মুসলিম মার্কিনীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। এ দিন ইসলামোফোবিয়া দূর করতে তার প্রশাসন সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে বলে দাবি করেন তিনি। অথচ এই দিনই হোয়াইট হাউসে প্রবেশ করতে দেয়া হয়নি নিউ জার্জির মুসলিম মেয়র মোহাম্মদ খায়রুল্লাহকে। অভিযোগ বিমান বন্দরেও হয়রানি করা হয়েছে এই মেয়রকে। খবর ফক্স নিউজের।

সোমবার (১ মে) হোয়াইট হাউসে আয়োজিত হয় এই ঈদ শুভেচ্ছা অনুষ্ঠান। অভিযোগ, সেই অনুষ্ঠানে যোগ দিতে যান মুসলিম মেয়র মোহাম্মদ খায়রুল্লাহও। তবে প্রবেশের ঠিক আগে তাকে আটকে দেয়া হয়। এ সময় হোয়াইট হাউসের পক্ষ থেকেও তাকে ফোন করে প্রবেশ না করার জন্য বলা হয়।

যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

মার্কিন গোয়েন্দা বিভাগের মুখপাত্র অ্যান্থনি গুগলিয়েলমিও বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মেয়র খায়রুল্লাহ হোয়াইট হাউসে প্রবেশের অনুমতি পাননি। তাকে গোয়েন্দা বিভাগ থেকেই প্রবেশের অনুমোদন দেয়া হয়নি। তবে কেন তাকে আটকে দেয়া হলো তার কোনো কারণ জানায়নি কর্তৃপক্ষ।

এদিকে, এর আগে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরেও এই মুসলিম মেয়রকে হয়রানি করার অভিযোগ উঠেছে। জানা গেছে, বিমানবন্দরে তাকে আটকে তিন ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করে কর্তৃপক্ষ। কোনো জঙ্গি সদস্যের সাথে তার যোগাযোগ আছে কিনা সে বিষয়ে চাপ প্রয়োগ করা হয় তাকে।

মোহাম্মদ খায়রুল্লাহ মুসলিম মেয়র হিসেবে বেশ জনপ্রিয়। এমনকি বাংলাদেশ ও সিরিয়াতেও জনহিতকর একাধিক কাজ করেছেন তিনি। তাকে হোয়াইট হাউসে প্রবেশ করতে না দেয়া এবং বিমানবন্দরে হয়রানির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে দেশটির সাধারণ মানুষ। তাদের প্রশ্ন, মেয়র পদমর্যাদার একজন ব্যক্তির সাথে যদি এই ধরনের আচরণ করা হয়, তাহলে দেশটিতে বসবাসরত সাধারণ মুসলিমদের অবস্থা কতটা স্বস্তিদায়ক?

এসজেড/



Exit mobile version