Site icon Amra Moulvibazari

বান্দরবানে জিপ-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল ৪ নারীর, আহত ১২

বান্দরবানে জিপ-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল ৪ নারীর, আহত ১২


বান্দরবান প্রতিনিধি:

বান্দরবানের রুমায় চাঁদের গাড়ি (জিপ) ও ট্রাকের সংঘর্ষে ৪ নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১২ জন।

সোমবার (২০ মার্চ) দুপুর ১২টার দিকে রুমা উপজেলার বগালেকের ঢালু রাস্তায় নামার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত ও আহতরা রুমা উপজেলার থাইক্ষ্যং পাড়া ও সুনসং পাড়ার বাসিন্দা বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার দুপুরে বগালেক থেকে ট্রাকে করে থাইক্ষ্যং পাড়া ও সুনসং পাড়ার ১৬/১৭ জন বাসিন্দা রুমা সদরে আসার পথে বগালেকের ঢালু রাস্তায় নামার সময় ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই ৪ জন মারা যায়। এ সময় গুরুতর আহত হয় আরও ১২ জন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে রুমা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহত কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন জানান, রুমা বগালেক থেকে আসার সময় দুটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই ৪ জন মারা যায়। এ ঘটনায় আহত ১২ জনকে উদ্ধার করে রুমা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে।

ইউএইচ/



Exit mobile version