Site icon Amra Moulvibazari

মালয়েশিয়ায় মাঝ সমুদ্রে জাহাজে আগুন, নিখোঁজ ৩ ক্রু

মালয়েশিয়ায় মাঝ সমুদ্রে জাহাজে আগুন, নিখোঁজ ৩ ক্রু


মালয়েশিয়ার দক্ষিণ উপকূলে ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার হয়েছে একটি জাহাজ। এ ঘটনায় নিখোঁজ হয়েছেন ওই জাহাজের তিনজন ক্রু। তাদের খোঁজে অভিযান চলছে। এ তথ্য নিশ্চিত করেছে মালয়েশিয়ার নৌবাহিনী। খবর রয়টার্সের।

সোমবার (১ মে) এ দুর্ঘটনা ঘটে। গ্যাবনের নিবন্ধনকৃত জাহাজটি চীন থেকে সিঙ্গাপুরের দিকে যাচ্ছিলো বলে জানা গেছে। এতে মোট ২৮ জন ক্রু ছিলেন।

যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

দেশটির নৌবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, স্থানীয় সময় বিকেলে আগুন ধরে যায় জাহাজটিতে। বিকেল ৪টার দিকে খবর পেয়ে সহায়তায় এগিয়ে যায় মালয়েশিয়ান ম্যারিটাইম এনফোর্সমেন্টের (এমএমইএ) উদ্ধারকারীরা। অভিযানে অংশ নেয় আশপাশে থাকা আরও কয়েকটি নৌযান। এ সময় ২৫ জন ক্রুকে উদ্ধার করে তারা।

জাহাজে আগুন লাগার কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। এরই মধ্যে শুরু হয়েছে তদন্ত।

এসজেড/



Exit mobile version