Site icon Amra Moulvibazari

রাজধানী থেকে চুরি-ছিনতাই চক্রের ৩১ জনকে গ্রেফতার

রাজধানী থেকে চুরি-ছিনতাই চক্রের ৩১ জনকে গ্রেফতার


ছবি: প্রতীকী

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে চুরি এবং ছিনতাইকৃত মোবাইল সিন্ডিকেট চক্রের মূলহোতাসহ ৩১ জনকে গ্রেফতার করেছে র‍্যাব।

মঙ্গলবার (২৬ এপ্রিল) দুপুরে কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাবের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।

তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ১৫০০ চোরাই মোবাইল, ল্যাপটপ ডিভাইসসহ অন্যান্য সরঞ্জামাদি।

তিনি আরও জানান, রাজধানীতে এমন ১৫টি চক্রের সন্ধান পেয়েছি আমরা। চক্রটি চুরি ছিনতাই হওয়া মোবাইল কম দামে কিনে আইএমই নাম্বার চেঞ্জ করে বিক্রি করতো। যা অপরাধী কিনে অপরাধমূলক কাজের ব্যবহার করে। ঈদের আগে চক্রটি আরও সক্রিয় হয়েছে। চক্রের বাকিদের ধরতে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন: হেলমেট বাহিনীকে আড়াল করতেই বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার: গয়েশ্বর
ইউএইচ/



Exit mobile version