আইসিসির ওয়ানডে ব্যাটার র্যাঙ্কিংয়ে ভিরাট কোহলিকে টপকে দুই নম্বরে আছেন পাকিস্তানের ইমাম-উল-হক। আর শীর্ষে যথারীতি আছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম।
ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের তিন ম্যাচে ইমাম-উল-হক খেলেছেন ৬৫, ৭২ ও ৫২ রানের ইনিংস। ৮১৫ রেটিং নিয়ে ইমাম দ্বিতীয় স্থানে। ৮১১ পয়েন্ট নিয়ে ভিরাট নেমে গেছেন তিন নাম্বারে। আর ৮৯২ পয়েন্ট নিয়ে এখনও শীর্ষে বাবর আজম।
নিউজিল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে সেঞ্চুরি ও ট্রেন্টব্রিজে দ্বিতীয় টেস্টে ১৭৬ রানের ইনিংস খেলেছেন ইংলিশ ব্যাটার জো রুট। সেই সুবাদে এক নম্বরে থাকা অজি ব্যাটার মার্নাস লাবুশানেকে টপকে ৮৯৭ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে রুট। লাবুশেনের রেটিং এখন ৮৯২। র্যাঙ্কিংয়ের তিনে আছেন স্টিভেন স্মিথ। আর চারে বাবর আজম।
এদিকে টেস্টে বোলারদের র্যাঙ্কিংয়ে ৯০১ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন অজি বোলার প্যাট কামিন্স। দুই ও তিন নাম্বারে আছেন ভারতের দুই বোলার রবিচন্দ্রন আশ্বিন ও জাসপ্রিত বুমরাহ। এই তালিকায় চার নাম্বারে পাক পেসার শাহীন আফ্রিদি আর পাঁচে আছেন প্রোটিয়া বোলার কাগিসো রাবাদা।
জেডআই/