Site icon Amra Moulvibazari

নোয়াখালীতে মা-মেয়েকে বেঁধে নির্যাতনের ভিডিও টিকটকে, মূলহোতা গ্রেফতার

নোয়াখালীতে মা-মেয়েকে বেঁধে নির্যাতনের ভিডিও টিকটকে, মূলহোতা গ্রেফতার


গ্রেফতারকৃত মো. জিল্লুর রহমান(২৫)।

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর হাতিয়ায় মা ও মেয়েকে পিলারের সঙ্গে বেঁধে নির্যাতনের ভিডিও করে টিকটকে ছড়িয়ে দেয়ার ঘটনার মূলহোতা মো. জিল্লুর রহমানকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে আটটার দিকে চট্টগ্রামের নতুন ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে আসামিকে বিচারিক আদালতে সোর্পদ করা হবে বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করে হাতিয়া থানার ওসি আমির হোসেন বলেন, গ্রেফতারকৃত আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

এর আগে, হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের বাসিন্দা ইদ্রিসের সঙ্গে জমিজমা নিয়ে বিরোধ ছিল একই বাড়ির জিল্লুর রহমানসহ কয়েকজনের। এ নিয়ে তাদের মধ্যে একাধিকবার ঝগড়াও হয়। গত ৯ ফেব্রুয়ারি সকালে স্কুলে যাওয়ার সময় ইদ্রিসের দশম শ্রেণিপড়ুয়া মেয়ে কুসুম আক্তারকে জিল্লুর তার লোকজন এলোপাতাড়ি মারধর করে। কুসুমের চিৎকারে তার মা ঝুমুর এগিয়ে এলে তাকেও মারধর করতে শুরু করে। একপর্যায়ে মা-মেয়েকে বেঁধে নির্যাতনের ভিডিও ধারণ ও এই ভিডিওর মাধ্যমে টিকটকে তাদের চোর হিসেবে উপস্থাপন করার হুমকি দিয়ে তাদের ছেড়ে দেয়।

এ ঘটনায় গত বুধবার (২২ ফেব্রুয়ারি) থানায় একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী কিশোরীর বাবা। মামলায় জিল্লুর রহমানকে প্রধান আসামি এবং অজ্ঞাতনামা হিসেবে আরও তিনজনকে আসামি করা হয়।

/এসএইচ



Exit mobile version