Site icon Amra Moulvibazari

পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্র ও চক্রান্ত এখনও অব্যাহত আছে: কৃষিমন্ত্রী

পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্র ও চক্রান্ত এখনও অব্যাহত আছে: কৃষিমন্ত্রী


স্টাফ করেসপন্ডেন্ট, টাঙ্গাইল:

দেশি-বিদেশি অনেক ষড়যন্ত্র ও চক্রান্ত মোকাবেলা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্নের পদ্মা সেতু নিজ দেশের অর্থায়নে নির্মাণ করেছেন। যা সারা বিশ্বে চমক সৃষ্টি করেছে। পদ্মা সেতু নিয়ে ষড়যন্ত্র ও চক্রান্ত এখনও অব্যাহত আছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।

বুধবার (১৫ জুন) টাঙ্গাইলের কালিহাতী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বলেন, ষড়যন্ত্র ও চক্রান্ত প্রতিহত করতে আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতা-কর্মীদের সজাগ থাকতে হবে।

কালিহাতী আর.এস. সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম ঠান্ডুর সভাপতিত্বে সম্মেলনে কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্য কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সংসদ সদস্য মির্জা আজমসহ টাঙ্গাইল জেলার বিভিন্ন আসনের সংসদ সদস্যবৃন্দ এবং কেন্দ্রীয়, জেলা ও স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সম্মেলনের উদ্বোধন করেন, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক।

ইউএইচ/



Exit mobile version