Site icon Amra Moulvibazari

আর্জেন্টিনার জালে ১৩ গোল দিয়ে বিচ সকার কোপা আমেরিকার চ্যাম্পিয়ন ব্রাজিল

আর্জেন্টিনার জালে ১৩ গোল দিয়ে বিচ সকার কোপা আমেরিকার চ্যাম্পিয়ন ব্রাজিল


ছবি: সংগৃহীত

তৃতীয়বারের মতো বিচ সকার কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। ২০১৬, ২০১৮’র পর এবারের ২০২৩ আসরেও টুর্নামেন্টের ফাইনাল জিতেছে সেলেসাওরা। স্বাগতিক আর্জেন্টিনাকে ঘরের মাঠে হারিয়ে টুর্নামেন্টটির চতুর্থ আসরে তৃতীয় শিরোপা ঘরে তুলল সেলেসাওরা।

রোববার (১৯ মার্চ) রাতে ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে ১৩-৫ গোলে উড়িয়ে দিয়েছে ব্রাজিল। এর আগে টুর্নামেন্টের গ্রুপপর্বেও হেরেছিল আর্জেন্টাইনরা। প্রতিশোধের সুযোগে মাঠে নেমে উল্টো হেরে বসে আলবিসেলেস্তেরা।

ছবি: সংগৃহীত

ম্যাচের শুরু থেকেই আলবিসেলেস্তেদের চেপে ধরে ব্রাজিল। পরিকল্পিত আক্রমণে কোণঠাসা হয়ে পড়ে স্বাগতিকরা। ফিলিপের জোড়া গোলের পাশাপাশি জে লুকাস, হাল্ক ও জর্ডানের গোলে প্রথমার্ধেই ৫-০ গোলের লিড নেয় ব্রাজিল। বিরতি থেকে ফিরে আরও ভয়ঙ্কর হয়ে ওঠে সেলেসাওদের আক্রমণভাগ। এই সময় আরও ৮টি গোল পায় তারা। আর্জেন্টিনাও ৫টি গোল দিলে তা কেবল কমিয়েছে হারের ব্যবধান।

এদিকে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে প্যারাগুয়েকে ৭-৫ গোলে হারিয়েছে কলম্বিয়া। কলম্বিয়ার হয়ে কর্ডোবা, ওসা ও অ্যাকোস্টা দুইটি করে আর ক্লাভিজো একটি গোল করেন। অন্যদিকে প্যারাগুয়ের হয়ে মার্টিনেজ দুটি এবং বেনিতেজ, রোলন ও ক্যান্তেরোর একটি করে গোল করেন।

এর আগে, সেমিফাইনালে কলম্বিয়াকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠে আর্জেন্টিনা। আর অপর সেমিতে প্যারাগুয়েকে ৭-৪ গোলে হারিয়ে ফাইনালে পা রেখেছিল ব্রাজিল।

/আরআইএম



Exit mobile version