Site icon Amra Moulvibazari

পাঞ্জাবের কাছে ৭ রানে হারলো কেকেআর

পাঞ্জাবের কাছে ৭ রানে হারলো কেকেআর


আইপিএলের ১৬তম আসরের দ্বিতীয় দিনের প্রথম খেলায় শাহরুখের কলকাতা নাইট রাইডার্সকে বৃষ্টি আইনে ৭ রানে হারিয়েছে প্রীতির পাঞ্জাব কিংস। ভক্তরা বলছেন, সাকিব-লিটন না থাকার ফলেই নাকি হারতে হয়েছে কেকেআরকে।

টস হেরে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৯১ রান করে পাঞ্জাব। দলের হয়ে সর্বোচ্চ ৫০ রান আসে ভানুকা রাজাপাকশের ব্যাট থেকে। আর ৪০ রান করেন শিখর ধাওয়ান।

১৯২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে বড় স্কোর করতে পারেননি কলকাতার কোনো ব্যাটার। দলীয় ২৯ রানে তারা হারায় ৩ উইকেট। অধিনায়ক নিতিশ রানার ব্যাট থকে আসে ২৪ রান। ৩৪ রান করে আউট হন ভেঙ্কেটেশ আইয়ার। দলের পক্ষ থেকে সর্বোচ্চ ৩৫ রান করেন আন্দ্রে রাসেল।

শেষ ৪ ওভারে জয়ের জন্য দরকার ছিল ৪৫ রান। তবে সেই মুহূর্তেই চলে আসে বৃষ্টির বাধা। যার ফলে খেলা শুরু করা সম্ভব হয়নি। ম্যাচ রেফারি সেখানেই খেলা বন্ধ ঘোষণা করেন এবং ডিএল মেথডে ৭ রানে বিজয়ী হয় পাঞ্জাব।

ইউএইচ/



Exit mobile version