Site icon Amra Moulvibazari

আদেশ বাস্তবায়ন না করার ব্যাখ্যা দিতে হাইকোর্টে আইন সচিব

আদেশ বাস্তবায়ন না করার ব্যাখ্যা দিতে হাইকোর্টে আইন সচিব


২০১৯ সালে একটি আদালতের আদেশ বাস্তবায়ন না করার বিষয়ে ব্যাখ্যা দিতে মঙ্গলবার (২৫ এপ্রিল) হাইকোর্টের তলবে হাজির হয়েছেন আইন সচিব মো. গোলাম সারওয়ার। বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের নেতৃত্বাধীন একক হাইকোর্ট বেঞ্চে হাজির হন আইন সচিব।

হাজির হয়ে আইন সচিব গোলাম সারোয়ার অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে আদালতকে জানান, ২০১৯ সালের ওই আদেশের সময় তিনি সচিব ছিলেন না। তবে আদেশটি দ্রুত পরিপালন করে প্রতিবেদন জমা দিতে তিনি আরও কিছুদিন সময় চান। আদালত সময় মঞ্জুর করেন।

ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজ লিমিটেড বনাম ভ্যানটেজ ইন্টারন্যাশনাল লিমিটেডের মামলায় ২০১৯ সালের ২৩ মে অফিস ব্যবস্থাপনা নিয়ে একটি প্রতিবেদন চান হাইকোর্ট। আইন মন্ত্রণালয় সচিবের কাছে ওই প্রতিবেদন চাওয়া হয়। পরে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার কার্যালয়, রাষ্ট্রপক্ষ, কোম্পানির অফিসিয়াল লিকুয়েডরের পক্ষ থেকে এ প্রতিবেদনের জন্য যোগাযোগ করা হয়। এছাড়া প্রতিবেদনের জন্য বারবার মামলাটি কার্যতালিকায় আসে। কিন্তু তবুও আইন মন্ত্রণালয় থেকে প্রতিবেদন আদালতে দাখিল করা হয়নি।

/এডব্লিউ



Exit mobile version