Site icon Amra Moulvibazari

যুদ্ধ বন্ধে চীনের শান্তি প্রস্তাবকে ইতিবাচক বললেন জেলেনস্কি, ন্যাটোর প্রত্যাখ্যান

যুদ্ধ বন্ধে চীনের শান্তি প্রস্তাবকে ইতিবাচক বললেন জেলেনস্কি, ন্যাটোর প্রত্যাখ্যান


ভোলদেমির জেলেনস্কি (বিবিসি থেকে নেয়া ছবি)।

রুশ-ইউক্রেন যুদ্ধ বন্ধে চীনের ১২ দফা প্রস্তাবের প্রতি আগ্রহ দেখিয়েছেন ইউক্রেনিয়ান প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি। জেলেনস্কি বলেন, এক বছর ধরে চলা যুদ্ধ থামাতে বেইজিং এর এ পদক্ষেপ অত্যন্ত ইতিবাচক। তবে, বেশ কিছু প্রস্তাবের সাথে দ্বিমতও প্রকাশ করেছেন জেলেনস্কি। খবর বিবিসির।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) যুদ্ধের বর্ষপূর্তির দিনে এ প্রস্তাবকে ইতিবাচক অগ্রগতি বলে আখ্যা দেন তিনি।

জেলেনস্কির দাবি, ইউক্রেন থেকে পূর্ণাঙ্গ সেনা প্রত্যাহারের শর্ত না থাকলে কোনো প্রস্তাবই কিয়েভের কাছে গ্রহণযোগ্য হবে না। দ্রুত চীনা প্রেসিডেন্টের সাথে বৈঠকে বসার কথাও নিশ্চিত করেন জেলেনস্কি। একই সাথে রাশিয়াকে অস্ত্র সরবরাহ থেকে বিরত থাকতে বেইজিং’র প্রতি আহ্বান জানান তিনি।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি বলেন, যুদ্ধ বন্ধে চীনের এ পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটিকে ইতিবাচক বার্তা হিসেবেই গ্রহণ করছি। আমার বিশ্বাস তারা শান্তির পক্ষেই থাকবে এবং রাশিয়াকে কোনো অস্ত্র সরবরাহ করবে না। প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে শিগগিরই সাক্ষাৎ করবো। সংঘাত বন্ধের পাশাপাশি বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতেও আলোচনা হবে বলে জানান তিনি।

তবে চীনের এ পদক্ষেপ প্রত্যাখ্যান করেছে সামরিক জোট ন্যাটো। এ প্রস্তাবের কোনো বিশ্বাসযোগ্যতা নেই বলে দাবি সংস্থাটির মহাসচিব জেন্স স্টলটেনবার্গের। শি জিনপিং প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

/এসএইচ



Exit mobile version