Site icon Amra Moulvibazari

বাবা দেশে ফিরবেন জানিয়ে বোলসোনারো পুত্রের টুইট, কিছুক্ষণ পরই ডিলিট!

বাবা দেশে ফিরবেন জানিয়ে বোলসোনারো পুত্রের টুইট, কিছুক্ষণ পরই ডিলিট!


ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জেইর বোলসোনারো। ছবি : সংগৃহীত

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জেইর বোলসোনারো শিগগিরই দেশে ফিরবেন। এমন কথা জানিয়ে টুইট করেন তার ছেলে ফ্লেভিও বোলসোনারো। কিছুক্ষণের মধ্যেই আবার তা ডিলিট করে দেন ফ্লেভিও। খবর রয়টার্সের।

টুইট বার্তায় বোলসোনারো পুত্র সিনেটর ফ্লেভিও লেখেন, বাবার দীর্ঘ প্রত্যাশিত দেশে ফেরার দিনটি হতে পারে ১৫ মার্চ। অবশ্য অল্প সময়ের মধ্যেই টুইট বার্তাটি মুছে ফেলেন তিনি। ফিরতি পোস্টে লেখেন, বাবার কথা বেশি মনে পড়ছে। তবে দেশে ফেরার পরিকল্পনা থাকলেও ১৫ মার্চ দিনটি নিশ্চিত নয়।

প্রসঙ্গত, বর্তমানে যুক্তরাষ্ট্রে আছেন জেইর বোলসোনারো। নির্বাচনে হারার পর গত বছর শেষের দিকে ফ্লোরিডা যান তিনি। এখনো তিনি সেখানেই অবস্থান করছেন বলে জানা গেছে। পুত্রের হঠাৎ এমন পোস্ট আবারও কী তার দেশে ফেরার পাশাপাশি রাজনীতিতে ফেরারই ইঙ্গিত? জানা যাবে তিনি ফেরার পরেই।

এএআর/



Exit mobile version