Site icon Amra Moulvibazari

ইউক্রেনে পৌঁছেছে লেপার্ড-২ ট্যাংকের প্রথম চালান

ইউক্রেনে পৌঁছেছে লেপার্ড-২ ট্যাংকের প্রথম চালান


বহুল আলোচিত লেপার্ড-২ ট্যাংকের প্রথম চালান ইউক্রেনে পৌঁছেছে। রুশ হামলার বর্ষপূর্তিতে শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) কিয়েভকে এ ট্যাংক সরবরাহের কথা জানান প্রতিবেশী পোল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী মারিউস ব্লাসজ্যাক। তবে জার্মানির তৈরি এসব ট্যাংকের কয়টি কিয়েভকে দেয়া হয়েছে, তা উল্লেখ করেননি তিনি। খবর রয়টার্সের।

জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে মারিউস ব্লাসজ্যাক বলেন, পোলিশ লেপার্ড আজ (শুক্রবার) ইউক্রেনে পৌঁছে গেছে।

এর আগে ইউক্রেনকে লেপার্ড সরবরাহের প্রস্তাব প্রথম করেছিল পোল্যান্ডই। তবে নিজেদের তৈরি এসব ট্যাংক ইউক্রেনে পাঠাতে শুরুতে অনিচ্ছুক ছিল জার্মানি। তখন এ গড়িমসির জন্য বার্লিনের কড়া সমালোচনা করে পোল্যান্ড।

এদিকে, শুক্রবার কিয়েভ সফর করেছেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতেউস মোরাউইকি। সেখানে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করেন।

সাক্ষাতের পর পোস্ট করা এক টুইটে মাতেউস বলেন, ‘ইউক্রেনে রাশিয়ার হিংস্র হামলার বার্ষিকীতে আমি কিয়েভে আছি ইউক্রেনের প্রতিরক্ষায় আরও সহায়তা প্রদানে স্পষ্ট বার্তা দিতে।

/এসএইচ



Exit mobile version