মৌলভীবাজার জেলার দরগা মহল্লা নিবাসী শরিফ মোহাম্মদ নামক ফেসবুক ব্যবহারকারী সম্প্রতি তিনি একটি পোস্ট করেছেন ।
ওনার সাথে সরজমিনে এমন প্রশ্নের উত্তরে কথা বললে তিনি আমরা মৌলভীবাজারি ডটকমকে জানান, মৌলভীবাজার শহর আগের তুলনায় অনেক মানুষের সচরাচর দেখা যায় কিন্তু এসব মানুষরা বেশিরভাগই অস্থানীয় বিভিন্ন সরকারী-বেসরকারী বিভিন্ন প্রতিষ্টানে কর্মরত আছেন।পরবর্তীতে তারা এই শহরের বাসিন্দা হয়ে যান।
পরবর্তীতে তারা দালানকোঠা নির্মান করে অথবা বিভিন্ন বিল্ডিয়ে ভাড়াটিয়া হিসাবে থাকেন । কিন্তু সম্প্রতি মৌলভীবাজার শহরে অনেক ধরনের অপকর্ম হচ্ছে যেমন , চুরি-ডাকাতি- ছিনতাই-মাদকদ্রব্য কিন-বেচা -ছুঁড়ি দিয়ে হত্যা করা । কিন্তু পরবর্তীতে দেখাযায় বেশীরভাগ অস্থানীয় বাসিন্দা এবং তাদের খারাপ সঙ্গের কারনে আমাদের মৌলভীবাজার সহ সমস্ত সিলেটি ভাই ব্রাদাররা তরুন যুবকরা এসব ছেলেদের পাল্লায় পরে এরা ও বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ছে দিন দিন ।
যার ফল আমি শুধু না সিলেটবাসীরা ও দেখতে পাচ্ছেন । এত নিরব শহর কেন আজ এরকম ভয়ংকর পরিস্থিতিতে বিরাজ করছে।আমি শুধু মৌলভীবাজারবাসীদের না সমস্ত সিলেটবাসীর উদ্দেশ্যই বলতে চাই, অন্য জায়গা থেকে মানুষ আসলে আমাদের জন্য তারা মেহমান।
কিন্তু আমি এদের সবাইকে বলি না , কিন্তু কিছু সংখ্যক এদের মধ্য থেকেই আমাদের সিলেটের ৩৬০ আউলিয়ার পবিত্র স্থানের সুনাম নষ্ট করছে দিন দিন।আমি তাদের বিরুদ্ধে কথা বলছি যারা আমার এই পবিত্র সিলেটর মান নষ্ট করছে । আপনাদের কেউ আমার কথাগুলি খারাপ নজরে দেখবেন না ।