Site icon Amra Moulvibazari

আর্জেন্টিনায় ভয়াবহ দাবানল, সাড়ে ৫ লাখ একর বনভূমি পুড়ে ছাই

আর্জেন্টিনায় ভয়াবহ দাবানল, সাড়ে ৫ লাখ একর বনভূমি পুড়ে ছাই


ছবি : সংগৃহীত

আর্জেন্টিনার পাতাগোনিয়া অঞ্চলে শুরু হয়েছে ভয়াবহ দাবানল। এতে পুড়ে ছাই হয়েছে প্রায় সাড়ে ৫ লাখ একর বনভূমি। মঙ্গলবার (৭ মার্চ) অঞ্চলটির বিশাল বনভূমির আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালায় ন্যাশনাল সাউদার্ন ব্রিগেডের বিশেষ সদস্যরা। খবর রয়টার্সের।

ব্রিগেডের সদস্যরা জানায়, বাতাসের বেগ ও তাপমাত্রা কম থাকায় দ্রুতই আগুন নেভানো সম্ভব। গত ৩ দিন আগে আচমকাই বনভূমির একাংশ জুড়ে ছড়িয়ে পড়ে আগুন। তারপরই দাও দাও করে জ্বলতে থাকে আগুনের লেলিহান শিখা।

দাবানলে ভস্মীভূত হয়ে গেছে বেশিরভাগ জায়গার গাছপালা। এ ঘটনার পরপরই এক প্রবীণ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, তিনি ইচ্ছাকৃতভাবে আগুন ধরিয়ে দিয়েছেন।
এএআর/



Exit mobile version