Site icon Amra Moulvibazari

৮ মাসে কসবায় সাড়ে ৪ কোটি টাকার বেশি মাদক জব্দ

৮ মাসে কসবায় সাড়ে ৪ কোটি টাকার বেশি মাদক জব্দ


আট মাসে গাঁজা, ইয়াবা, বিদেশি মদ, ফেন্সিডিলসহ ৪ কোটি ৫৪ লাখ ২০ হাজার ২শ’ টাকার বিপুল পরিমাণ মাদক উদ্ধার ও মাদক পাচারে জড়িত ২২২ জনকে গ্রেফতার করেছে কসবা থানা পুলিশ।

সীমান্তবর্তী জেলা ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানা এলাকায় গত আট মাসে মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে থানা পুলিশ।

এই এলাকা দিয়ে মাদক পাচার করতে পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর চোখকে ফাঁকি দিতে মাদক ব্যবসায়ীরা নিত্য-নতুন কায়দা আবিষ্কারসহ প্রায় প্রতিবারই তারা নতুন রুট ব্যবহার করে।

এর সাথে পাল্লা দিয়েই মাদক ব্যবসায়ীদের নিত্যনতুন কৌশলকে চ্যালেঞ্জ জানিয়ে সফলতা পেয়েছে কসবা থানা পুলিশ।

অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন (পিপিএম) বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। তাই সীমান্তবর্তী থানা হওয়ায় এখানে মাদককে অঙ্কুরেই বিনাশ করার সুযোগ রয়েছে।

তিনি বলেন, ছড়িয়ে পড়ার আগেই যদি এগুলো (মাদক) উদ্ধার করা যায় এবং এর সাথে জড়িতদের আইনের আওতায় আনা যায়, তাহলে খুব বেশি দিন লাগবে না মাদক নামক দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে।

তিনি আরও বলেন, দেশে সংঘটিত বেশির ভাগ অপরাধের পেছনে রয়েছে মাদক। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ বিভিন্ন দফতর মাদক রোধ-উদ্ধারে কাজ করছে।

/এনএএস



Exit mobile version