Site icon Amra Moulvibazari

মার্কেটে দাম বেশি; বিক্রেতাদের দাবি, অনলাইনের মূল্য বিভ্রান্ত করছে ক্রেতাদের

মার্কেটে দাম বেশি; বিক্রেতাদের দাবি, অনলাইনের মূল্য বিভ্রান্ত করছে ক্রেতাদের


করোনার শঙ্কা অনেকটা কাটিয়ে উঠে এবার রোজার শুরু থেকেই জমজমাট চুয়াডাঙ্গার বিপণী বিতানগুলো। ঈদ যতোই ঘনিয়ে আসছে ভিড় বাড়ছে আরও। পছন্দের জামা, জুতো কিনতে দিনরাত ক্রেতামুখর দোকানগুলো। তবে পণ্যের অতিরিক্ত মূল্য নিয়ে অভিযোগ ক্রেতাদের। আর বিক্রেতারা বলছেন, অনলাইন শপগুলো পণ্যের দাম নিয়ে ক্রেতাদের বিভ্রান্ত করছে।

এছাড়া দাম বৃদ্ধির কারণ হিসেবে উৎপাদন ব্যয় বৃদ্ধিকেও দায়ী করছেন খুচরা বিক্রেতারা। তবু ভিড় দেখে আশাবাদী বিক্রেতারা। এই ভিড় চাঁদরাত পর্যন্ত থাকবে বলে আশা তাদের।

চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার অধিদফতরের সহকারী পরিচালক সজল আহমেদ বলছেন, দাম নিয়ন্ত্রণে নিয়মিত তদারকি করছেন তারা। বাড়তি দামে পণ্য বিক্রির প্রমাণ পেলেই ব্যবস্থা নিচ্ছেন বলেও জানালেন তিনি।

/এডিব্লউ



Exit mobile version