Site icon Amra Moulvibazari

অনুশীলনে টাইগাররা, জয় দিয়ে শুরু করতে চায় টি-টোয়েন্টি সিরিজ

অনুশীলনে টাইগাররা, জয় দিয়ে শুরু করতে চায় টি-টোয়েন্টি সিরিজ


ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ হেরেছে বাংলাদেশ। তবে টি-টোয়েন্টি হাতছাড়া করতে চায় না টাইগাররা। আগামীকাল (৯ মার্চ) সন্ধ্যা ৬টায় প্রথম টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে সাগরিকায়। ম্যাচের আগে আজ (৮ মার্চ) অনুশীলন করবে বাংলাদেশ ক্রিকেট দল।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুশীলন করবে সাকিব বাহিনী। দুপুর ২টা থেকে শুরু হবে ইংলিশ ক্রিকেটারদের অনুশীলন। চলবে বিকাল ৫টা পর্যন্ত।

এদিকে সিরিজের সর্বশেষ ওয়ানডেতে ৫০ রানের জয় পেয়েছে বাংলাদেশ। ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ সফররত ইংল্যান্ড জিতেছে ২-১ এ।

এবার তিন ম্যাচের শর্ট ভার্সন সিরিজ নিজেদের করে নিতে মরিয়া স্বাগতিকরা। আগামী ১২ ও ১৪ মার্চ মিরপুরে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজের শেষ দুটি ম্যাচ।

এএআর/



Exit mobile version