এক জায়গা থেকে আরেক জায়গায় মাদক পৌঁছাতে অনেক কৌশলই অবলম্বন করে কারবারিরা। তেমন অভিনব এক কৌশলই বেছে নিয়েছিলেন ধর্মীয় লেবাসধারী শাহনূর। তবে শেষ পর্যন্ত নিজেকে বাঁচাতে পারেননি তিনি। হেরোইন পরিবহনের সময় তাকে আটক করে পুলিশের সিটিটিসি ইউনিট।
শাহনূরকে দেখে বোঝার উপায় নেই তিনি ব্যক্তি মাদকের কারবারি। ৮৬ সালে স্নাতক পাশ করেছেন। বর্তমানে তার বয়স ৫৫। বেসরকারি চাকরি ছেড়ে বগুড়ার সান্তাহারে তৈরি পোশাক কারখানাও দিয়েছেন। তার পরিবারের সবাই যার যার জায়গায় প্রতিষ্ঠিত।
পুলিশের তথ্য, এই শাহনূর গত ৬ মাসের বেশি সময় ধরে বগুড়া থেকে ঢাকায় মাদকের চালান সরবরাহ করে আসছে। প্রতি ট্রিপে তার ইনকাম ২০ হাজার টাকা। এই মাদক কারবারির মূলহোতাকে চিহ্নিত করতেও কাজ করছে পুলিশ।
ডিএমপির ডিসি মাহফুজ ইসলাম বলেন, একজন মাওলানা বা ইমাম সাহেবের লেবাস ধারণ করে সে পলিথিনের ব্যাগে বিস্কুটের প্যাকেট নিয়ে ও অন্য হাতে পানির বোতল নিয়ে চলতো। যেন সে ক্ষুধা লাগলে খেতে পারে। এর মধ্যে ফোনেও কারো সাথে কথা বলতো না সে। এভাবেই মাদক পরিবহন করতো শাহনূর। এমন পোশাকের কারও কাছে মাদক থাকতে পারে, তা সন্দেহ করতে গিয়েও বার বার হোঁচট খেয়েছেন তারা।
পুলিশ জানায়, বোরকা পরা নারীর কাছ থেকে অভিযুক্ত শাহনূর মাদক সংগ্রহ করতেন। পৌঁছে দিতেন এমন একজনের কাছেই।
জেডআই/