Site icon Amra Moulvibazari

মাহমুদউল্লাহ’র ইনিংস কি ‘মাস্টারক্লাস’ ছিল?

মাহমুদউল্লাহ’র ইনিংস কি ‘মাস্টারক্লাস’ ছিল?


ফাইল ছবি

প্রথম টি-টোয়েন্টির মতো দ্বিতীয় ম্যাচেও ভারতের সামনে পাত্তা পায়নি বাংলাদেশ। দ্বিতীয় টি-টোয়েন্টি’তে ভারতের বিপক্ষে ৮৬ রানের বড় ব্যবধানে হেরে সিরিজ হাতছাড়া করেছে টাইগাররা। বিবর্ণ পারফরম্যান্সে যেখানে পুরো দল সমালোচনার মূল কেন্দ্রবিন্দু থাকার কথা সেখানে সামাজিক যোগাযোগমাধ্যমে মাহমুদউল্লাহ রিয়াদের একটি ফেসবুক পোস্ট রূপ নিয়েছে সমালোচনার খোঁড়াক হিসেবে।

ভারতের বিপক্ষে টপ অর্ডারদের ব্যর্থতার পর যখন লজ্জাজনক হারের মুখে বাংলাদেশ। তখন মাহমুদউল্লাহ কিছুটা মান বাঁচিয়েছেন। যদিও তাতে বড় ব্যবধানে হার এড়াতে পারেনি বাংলাদেশ। যার ফলে অভিজ্ঞ মাহমুদউল্লাহর ৩৯ বলে ৪১ রানের ইনিংসটিকে দাঁড় করানো যায় কাঠগড়ায়। কেননা, একই উইকেটে নিতিশ কুমার, রিংকু সিং ও হার্দিক পান্ডিয়ারা ব্যাট হাতে ঝড় তুলেছেন। আর সেই উইকেটে ৪১ রান তুলতে মাহমুদউল্লাহ লাগিয়েছেন ৩৯ বল।

১০৫ স্ট্রাইক রেটে ব্যাট করে ৩টি ছক্কার সাহায্যে ৩৯ বলে ৪১ রানের ইনিংস খেলেন সাইলেন্ট কিলার। ম্যাচ শেষ হওয়ার ঘণ্টাখানেকের মধ্যেই নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ৩৯ বলে ৪১ রানের ইনিংসের কার্ড পোস্ট করেছেন। যেখানে ক্যাপশনে লিখেছেন, ‘রিয়াদের মাস্টারক্লাস! চাপের মধ্যে ৪১ রানের ইনিংস। আর একটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি বাকি।’

মাহমুদউল্লাহর ফেসবুকে এমন পোস্ট দেখে তা নিয়ে হচ্ছে হাসিঠাট্টা। অনেকেই তার সেই পোস্টের স্ক্রিনশট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা করছেন। বাংলাদেশের অন্যতম একজন অভিজ্ঞ ক্রিকেটার কীভাবে এই ইনিংসকে মাস্টারক্লাস বলতে পারেন তা নিয়ে উঠেছে প্রশ্ন। এসব নিয়ে যখন বিতর্ক চলছে তখন পরিস্থিতি বুঝতে পেরে মাস্টারক্লাস লেখাটা মুছে ফেলেছেন মাহমুদউল্লাহ।

মাস্টারক্লাসের পোস্টটা মাহমুদউল্লাহ দিয়েছিলেন বাংলাদেশ সময় গতকাল রাত ১১টা ৫৮ মিনিটে। তবে আজ সকাল ৮টা ২০ মিনিটে দেখা গেল মাস্টারক্লাস শব্দটা উধাও। আগের পোস্টটাই এডিট করে মাহমুদউল্লাহ লিখেছেন, রিয়াদ ভারতের বিপক্ষে চাপের মুহূর্তে ৪১ রানের ইনিংস খেলেছেন। আর একটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি বাকি। ক্যাপশনের শেষে অ্যাডমিন শব্দটা যোগ করেছেন। ছবি আগেরটাই রেখেছেন।

পোস্ট হালকা এডিট করলেও মাহমুদউল্লাহকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ কমেনি। আজ সকাল ৮টা ২৪ মিনিট পর্যন্ত পোস্টে ৫৭ হাজারের বেশি প্রতিক্রিয়া দেখা গেছে। যার মধ্যে ৫ হাজার হাহা রিঅ্যাকশন। সাড়ে চার হাজারের বেশি মন্তব্য দেখা গেছে। যেখানে বেশিরভাগই শ্লেষাত্মক। কেউ একজন লিখেছেন, ‘২২১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩৯ বলে ৪১ রানের ইনিংস খেলাটাই মাহমুদউল্লাহর অবসরের যথার্থ উপায়।’

/আরআইএম



Exit mobile version