সরকারের ব্যর্থতার কারণে ঢাকা এখন বিস্ফোরণের নগরীতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (৮ মার্চ) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নারী দিবস উপলক্ষ্যে মহিলা দলের র্যালিতে তিনি একথা বলেন।
মির্জা ফখরুল বলেন, সরকারের দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলোর দুর্নীতি ও নজরদারির অভাবে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মানুষের প্রাণ যাচ্ছে। ঢাকা এখন বিপজ্জনক নগরীতে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, বর্তমান সরকারের আমলে বেশি নারী নির্যাতন হচ্ছে। খালেদা জিয়াকে মিথ্যা মামলায় অন্যায়ভাবে কারাবন্দি রেখে চিকিৎসার সুযোগ থেকেও বঞ্চিত করা হচ্ছে বলে দাবি করেন মির্জা ফখরুল।
আরও পড়ুন: বিস্ফোরণের ঘটনাগুলো নাশকতা কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে: কাদের
/এম ই