Site icon Amra Moulvibazari

ইংল্যান্ড পৌঁছেছে বাংলাদেশ দল

ইংল্যান্ড পৌঁছেছে বাংলাদেশ দল


ছবি : সংগৃহীত

আয়ারল্যান্ডের সাথে সিরিজ খেলতে ইংল্যান্ডের চেমসফোর্ডে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। দুই ভাগে বিভক্ত হয়ে টাইগাররা পাড়ি দিয়েছে দেশটিকে।

হিথ্রো কিংবা গ্যাটউইক নয়, বাংলাদেশ দল সরাসরি গিয়েছে এসেক্সের লন্ডন স্ট্যানস্টেড বিমানবন্দরে। সেখান থেকে টাইগারদের ম্যাচের ভেন্যু চেমসফোর্ডের দূরত্ব কম হওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সেখান থেকে টিম হোটেল ‘ডাউন হল স্পা অ্যান্ড রিসোর্ট’ যায় টাইগাররা।

৪ মে ঢাকা থেকে ইংল্যান্ড পাড়ি দেবে আইপিএল খেলা লিটন দাস ও মোস্তাফিজ। তবে ছুটি নিয়ে আপাতত যুক্তরাষ্ট্রে পরিবারের সাথে সময় কাটাচ্ছেন সাকিব আল হাসান। তিনি আগামী ৫ মে সেখান থেকে ইংল্যান্ডের পথে উড়াল দেবেন।

খেলা ইংল্যান্ডের মাঠে হলেও আয়োজক আয়ারল্যান্ড। চেমসফোর্ডে আইরিশদের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলবে টাইগাররা। প্রথম ম্যাচ মাঠে গড়াবে আগামী ৯ মে। বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ১২ ও ১৪ মে।

এএআর/



Exit mobile version