Site icon Amra Moulvibazari

হঠাৎ অসুস্থ দীপিকা!

হঠাৎ অসুস্থ দীপিকা!


ছবি: সংগৃহীত

শুটিং চলাকালেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। হায়দ্রাবাদে তার পরবর্তী সিনেমা ‘প্রজেক্ট কে’র শুটিং করছিলেন দীপিকা।

জানা গেছে, শুটিং চলাকালীন হঠাৎ দীপিকা বলেছিলেন তার হার্টবিট দ্রুত চলছে, তিনি অস্বস্তিবোধ করছেন। এরপর তাকে সাথে সাথে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে প্রাথমিক চিকিৎসার পরই তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হলে আবারও শুটিংয়েও ফেরেন এই অভিনেত্রী।

প্রসঙ্গত, ‘প্রজেক্ট কে’ সিনেমাতে দক্ষিণী সুপারস্টার প্রভাসের সঙ্গে দেখা যাবে দীপিকাকে। এছাড়া শাহরুখ খানের আসন্ন সিনেমা ‘পাঠান’ ও হৃতিক রোশানের ‘ফাইটার’ সিনেমাতেও দেখা যাবে তাকে।

/এসএইচ



Exit mobile version