Site icon Amra Moulvibazari

নিউ সুপার মার্কেটের আগুনে আহত ৩১ জন ঢাকা মেডিকেলে ভর্তি

নিউ সুপার মার্কেটের আগুনে আহত ৩১ জন ঢাকা মেডিকেলে ভর্তি


রাজধানীর নিউ সুপার মার্কেটের আগুনে এখন পর্যন্ত ১৫ জন ফায়ার সার্ভিসকর্মীসহ ৩১ জন আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় আহতরা হলেন, রাসেল (২২), ফায়ার সার্ভিস সদস্য; শান্ত (২৪), ফায়ার সার্ভিস সদস্য; তৌফিক (২৩), ফায়ার সার্ভিস সদস্য; রাজন (২৫), ফায়ার সার্ভিস সদস্য; মিলন (২৬), ফায়ার সার্ভিস সদস্য; সজীব (২৫), ফায়ার সার্ভিস সদস্য; আরিফুল (২৬), ফায়ার সার্ভিস সদস্য; কামরুজ্জামান (২৫), ফায়ার সার্ভিস সদস্য; শরিফুল (২৪), ফায়ার সার্ভিস সদস্য; সার্জেন্ট আরাফাত (৩২), বিমান বাহিনীর সদস্য এবং সবুজ (২০), আনসার সদস্য।

এছাড়াও আহত হয়েছেন বায়জিদ (২৫), দোকান কর্মী; হাসান (২০), দোকান কর্মী; রিমন (২৮), দোকান কর্মী; রিফাত (২৩), দোকান কর্মী; কামাল হোসেন (৩৩), দোকান কর্মী; ফিরোজ আলম (৩০), দোকান কর্মী; জীবন (৩০), দোকান মালিক; জিসান (১৮), দোকান কর্মী; ইয়াসিন (২৪), দোকান কর্মী; জীবন (২৫) দোকান কর্মী ও দোকান কর্মী স্বপন (২৩)। আহতদের মধ্যে ২২ জনের নাম-পরিচয় পাওয়া গেলেও বাকিদের পরিচয় এখনও জানা যায়নি।

আহতরা সকলেই আগুনের ধোঁয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। কেউই গুরুতর আহত নন।

এসজেড/



Exit mobile version