Site icon Amra Moulvibazari

ছেলের হাতে মা খুন

ছেলের হাতে মা খুন


সিনিয়র রিপোর্টার, সিরাজগঞ্জ :

সিরাজগঞ্জের সলঙ্গায় মাদকাসক্ত ছেলের মারপিটে মা চায়না খাতুন (৬০) নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক ছেলে শরিফুল ইসলামকে আটক করেছে থানা পুলিশ।

বুধবার ভোররাতে সলঙ্গা থানার নাইমুড়ি গ্রামে চায়না খাতুন মারা যান। নিহত চায়না খাতুন জেলার সলঙ্গা থানার নাইমুড়ি গ্রামের মৃত আলহাজ্ব আলীর স্ত্রী।

সলঙ্গা থানার উপ-পরিদর্শক মশিউর রহমান জানান, মঙ্গলবার সন্ধ্যায় মহাসড়কে গাড়িচাপায় শরিফুল ইসলামের একটি ছাগলের বাচ্চা মারা যাওয়াকে কেন্দ্র করে তার মা চায়না খাতুনের সাথে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে চায়না খাতুনকে মারপিট করে করে শরিফুল। বাড়িতেই প্রাথমিক চিকিৎসা দেয়া হলে ভোররাতের দিকে মারা যায় আহত চায়না খাতুন।

তিনি বলেন, খবর পেয়ে রাতেই ঘাতক সন্তান শরিফুল ইসলামকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। নিহতের মেয়ে হাসি খাতুন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

ইউএইচ/



Exit mobile version