Site icon Amra Moulvibazari

চট্টগ্রাম চিড়িয়াখানায় জন্ম নেয়া ৪ বাঘ শাবকের নাম রাখা হলো পদ্মা-মেঘনা-সাঙ্গু-হালদা

চট্টগ্রাম চিড়িয়াখানায় জন্ম নেয়া ৪ বাঘ শাবকের নাম রাখা হলো পদ্মা-মেঘনা-সাঙ্গু-হালদা


চট্টগ্রাম চিড়িয়াখানায় ‘রাজ-পরী’র খাঁচায় জন্ম নেয়া ৪টি সাদা বাঘ শাবকের নামকরণ করা হয়েছে নদীর নামে। চার বাঘ শাবকের নাম রাখা হয়েছে পদ্মা, মেঘনা, সাঙ্গু, হালদা।

সোমবার (১ আগস্ট) দুপুরে নতুন চার অতিথিকে দেখতে গিয়ে এই নাম দেন চিড়িয়াখানা পরিচালনা পর্ষদের সভাপতি এবং চট্টগ্রাম জেলা প্রশাসক মমিনুর রহমান।

তিনি বলেন, পদ্মা আমাদের স্বপ্নের সেতু, মেঘনা বাংলাদেশের অন্যতম বৃহত্তর নদী, এ ছাড়া সাঙ্গু এবং হালদা চট্টগ্রামের গুরুত্বপূর্ণ দু’টি নদী। এসব নামের সাথে মিল রেখেই ৪টি সাদা বাঘ শাবকের নামকরণ করা হয়েছে।

আরও পড়ুন: চট্টগ্রাম চিড়িয়াখানায় ‘রাজ-পরী’র ঘরে এলো চার নতুন অতিথি

দক্ষিণ আফ্রিকা থেকে চট্টগ্রাম চিড়িয়াখানায় আনা বাঘ দম্পতি ‘রাজ ও পরী’ ৪টি সাদা শাবক জন্ম দেয় ৩০ জুলাই। চট্টগ্রাম চিড়িয়াখানায় এ দম্পতির ঘরে ২০১৮ সালে জন্ম নিয়েছিল আরও একটি সাদা বাঘ। যা বিশ্বে বিরল প্রজাতির হিসেবে পরিচিত। দর্শনার্থীদের কাছেও এসব সাদা বাঘ বড় এক আকর্ষণ। সব মিলিয়ে চট্টগ্রাম চিড়িয়াখানায় বর্তমানে বাঘের সংখ্যা ১৬টি।

/এনএএস



Exit mobile version