জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমানের বিরুদ্ধে চার্জ গঠন ফরমায়েসী ও প্রতিহিংসামূলক বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (১৫ এপ্রিল) সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, এক-এগারোর সময়ের ক্ষমতাসীনদের নামে বিভিন্ন মামলা প্রত্যাহার করে নেয়া হয়েছে অথচ বিএনপির শীর্ষ নেতাদের নামে এখনও মিথ্যা মামলা দেয়া হচ্ছে। সরকারের ইঙ্গিতেই এসব মামলা ও রায় দেয়া হয়েছে। দুর্নীতি দমন কমিশন আজ বিএনপি দমন কমিশনে পরিণত হয়েছে। সরকারের নির্মম প্রতিহিংসায় পুরো দেশ আজ পুড়ে ছারখার হয়ে যাচ্ছে।
মির্জা ফখরুলের অভিযোগ, ক্ষমতাসীনদের বিরুদ্ধে দুদক কোনো ব্যবস্থা নেয় না। তারেক রহমানের বিরুদ্ধে দুদকের মামলা অবান্তর, ভিত্তিহীন ও অমূলক। এসব করে বিএনপির চলমান আন্দোলন দমন করা যাবে না বলেও হুঁশিয়ার করেন তিনি।
/এসএইচ