Site icon Amra Moulvibazari

বিদ্যুৎস্পৃষ্টে বড় ভাইয়ের মৃত্যু, ছোট ভাই আহত

বিদ্যুৎস্পৃষ্টে বড় ভাইয়ের মৃত্যু, ছোট ভাই আহত


প্রতীকী ছবি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর কবিরহাট উপজেলায় পল্লী বিদ্যুতের ঝুলে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শিশুর (৭) মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের ফুপাতো ভাই কামরুল হোসেন (৩) গুরুত্বর আহত হয়েছে। নিহত মো.ইয়াছিন (৭) উপজেলার কবিরহাট ধানসিঁড়ি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নলুুয়া গ্রামের ইরাক মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৫ জুন) সকাল ৯টার দিকে উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের নলুুয়া গ্রামের আবু তাহের মিয়ার বাড়ির বসত ঘরের সামনে পল্লী বিদ্যুতের খুুঁটির সাথে ঝুলে থাকা তারে হাত লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় ইয়াসিন। ওই সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহতের ফুপাতো ভাই কামরুলও গুরুত্বর আহত হয়।

কবিরহাট থানার এসআই নাসরিন আক্তার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই নিহত শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

/এসএইচ



Exit mobile version