রাজধানীর মোহাম্মদপুরে বাথরুমের বালতির পানিতে পড়ে হুমাইসা আক্তার ফাতেমা নামে দেড় বছর বয়সী এক শিশু মারা গেছে। সোমবার (২১ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে মোহাম্মদপুরের কাটাসুর এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে।
পরে অচেতন অবস্থায় ওই শিশুকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সোয়া ৫টার দিকে মৃত ঘোষণা করেন।
শিশুটির বাবা মো. রতন জানান, তার মোহাম্মদপুরের চার রাস্তার মোড়ে মোটর পার্টসের দোকান রয়েছে। সন্ধ্যার দিকে শিশুটির মা গৃহস্থালির কাজে ব্যস্ত ছিলেন। ওই সময় শিশুটি হঠাৎ বাথরুমে ঢুকে বালতির পানিতে খেলা করতে করতে ভেতরে পড়ে যায়। পরে খোঁজাখুজির পর তাকে সেখানে পাওয়া যায়।
অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শিশুটির বাবা আরও জানান, তার এক ছেলে ও এক মেয়ে সন্তান ছিল।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
কাজী আল আমিন/এমকেআর/এএসএম