Site icon Amra Moulvibazari

রেললাইনে ভিডিও করার সময় ট্রেনে কাটা পড়ে ২ বন্ধুর মৃত্যু

রেললাইনে ভিডিও করার সময় ট্রেনে কাটা পড়ে ২ বন্ধুর মৃত্যু


ছবিছ সংগৃহীত

রেললাইনে ওপর দাঁড়িয়ে ভিডিও করার সময় ট্রেনের ধাক্কায় প্রাণ হারিয়েছে দুই বন্ধু। ঘটনাটি ঘটেছে ভারতের দিল্লির কান্তিনগরের সহদরা এলাকায়। খবর টাইমস অফ ইন্ডিয়া’র।

প্রাণ হারানো দুই বন্ধু হলেন বংশ শর্মা (২৩) ও মনু (২০)।

পুলিশ জানায়, ট্রেনের ধাক্কায় প্রাণ হারানো বংশ তৃতীয় বর্ষের ছাত্র। আর মনু দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র।

চলন্ত ট্রেনের সামনে ভিডিও বানানোর লক্ষ্যে কান্তিনগর উড়ালপুলের নীচে রেললাইনের পাশে দাঁড়িয়েছিলেন দুই বন্ধু। এ সময় একটি ট্রেন আসছিল। তখন দুই বন্ধু রেললাইনের পাশে দাঁড়িয়ে ভিডিও বানানো শুরু করেন। কিন্তু ট্রেনটি দ্রুত কাছে চলে আসায় আর সরতে পারেননি তারা। ট্রেনের ধাক্কায় দু’জনেই ছিটকে পড়ে প্রাণ হারান।

/এনএএস



Exit mobile version