Site icon Amra Moulvibazari

জাতীয়করণের দাবিতে প্রেসক্লাবের সামনে বেসরকারি শিক্ষকদের মহাসমাবেশ

জাতীয়করণের দাবিতে প্রেসক্লাবের সামনে বেসরকারি শিক্ষকদের মহাসমাবেশ


চাকরি জাতীয়করণের এক দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মহাসমাবেশ করেছেন বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা।

সোমবার (২০ মার্চ) সকালে থেকে দুপুর পর্যন্ত তারা এই কর্মসূচি পালন করেন।

আন্দোলনকারীরা প্রায় ২০ দিন ধরে জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে একই দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করেছেন। দাবি আদায় না হলে তারা কঠোর কর্মসূচির ঘোষণা দেন।

তারা বলছেন, একই সিলেবাস শিক্ষার্থীদের পড়িয়ে সরকারি মাধ্যমিক স্কুলের শিক্ষকরা আর্থিকভাবে ভালো থাকলেও বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা ভালো নেই। চাকরির ক্ষেত্রে এই বৈষম্য দূর করার দাবি জানান তারা।

এ সময় শিক্ষক নেতারা বলেন, দেশের মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে প্রায় ৯৫ ভাগ প্রতিষ্ঠানই বেসরকারিভাবে চলে।

ইউএইচ/



Exit mobile version