চারশো বছরের পুরনো শহর ঢাকা । ১৩৪ বর্গমাইল আয়তনের এই শহরের প্রতি বর্গমাইলে বাস করে ১ লাখ পনেরো হাজার মানুষ। গত কয়েক বছর ধরেই বিশ্বের সবচেয়ে বসবাসের অযোগ্য নগরীর তালিকায় রয়েছে ঢাকা। এ অবস্থায় ঢাকা থেকে রাজধানী সরিয়ে নেয়ার পরামর্শ দিচ্ছেন নগর উন্নয়নবিদরা। পাঁচ দশক আগেও প্রথমবারের মতো আলোচনায় এসেছিল ঢাকা থেকে রাজধানী-কে সরিয়ে নেওয়ার।
ঢাকা থেকে রাজধানীকে সরিয়ে নেয়া দীর্ঘ পরিকল্পনা হাতে নিতে হবে। আর না হলে পুরো স্থবির হয়ে পড়বে ঢাকা নগরী। এমনটাই মনে করছেন নগর উন্নয়ন বিশেষজ্ঞরা। তারা বলছেন বাংলাদেশের আশেপাশে দক্ষিণ এশিয়ার অনেক দেশই নিজেদের প্রয়োজনের তাগিদে এর মধ্যেই সরিয়ে নিয়েছে রাজধানী।
যেমন আমাদের পাশের দেশ ভারত তাদের রাজধানী দিল্লি থেকে নয়া দিল্লি, পাকিস্তান করাচি থেকে ইসলামাবাদ, মিয়ানভার ইয়াঙ্গুন থেকে নাইপিদো, শ্রীলঙ্কা কলম্বো থেকে জাবার্ধনপুরা, মালেশিয়া কুয়ালালামপুর থেকে পুতোজায় সরিয়ে নিয়েছে তাদের সব প্রশাসনিক কার্যক্রম।
সম্প্রতি ইন্দোনেশিয়াও সরে যেতে পারে জাকার্তা থেকে বরনেওতে।
এই বিষয়টি এখনো বাংলাদেশের পরিকল্পনায় নেই বলে জানান গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী। তবে বাংলাদেশ সরকার বলছে জটিল এ প্রক্রিয়ায় তারা না গিয়ে মানুষকে রাজধানী বিকেন্দ্রিক করণেই বেশি গুরুত্ব দেয়া হচ্ছে। এর জন্য বিভিন্ন প্রজেক্ট ও হাতে নেয়া হয়েছে।
কিন্তু নগরবিদরা মনে করছেন ঢাকা থেকে সরিয়ে নেয়াটা অনেক আগে থেকেই পরিকল্পনা করা উচিত ছিল। তা না হলে আগামি কয়েক বছরে নগরীর বাসিন্দাদের জীবন-যাত্রা আরো ধীরগতির ও স্থবির হয়ে যাবে। তাই এ পরিকল্পনাটা হাতে নেয়া অতি জরুরী।