Site icon Amra Moulvibazari

আসুন হিংসা-বিদ্বেষ ভুলে দ্বীনি বন্দনে আবদ্ধ্ব হই- আজহারী

আসুন হিংসা-বিদ্বেষ ভুলে দ্বীনি বন্দনে আবদ্ধ্ব হই- আজহারী

mizanur rahman azhari

সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ বাংলাদেশ। এখানে প্রতিনিয়তই তৈরি হচ্ছেন অনেক ইসলামিক বক্তা।

এদের মধ্যে অনেকেই আবার কম সময়ের মধ্যেই বাংলাদেশে তুমুল জনপ্রিয়তা লাভ করেছেন। অনেকে আবার আলোচিত হচ্ছেন বিভিন্ন বিতর্কিত হাদিস পেশ করার কারণে।

মাওলানা মিজানুর রহমান আজহারি বর্তমানে বাংলাদেশের একজন জনপ্রিয় ইসলামিক বক্তা। তার বক্তব্য শুনে অনেক অমুসলিমও মুসলমান হচ্ছে। এই দেশের অনেক মানুষরা দ্বীনের পথে আসছে। বর্তমানে দেশে এমন কোনো মাহফিল বাদ নেই যেখানে আজহারী আসলে লাখো লোকের সমাগম ঘটে না। তার এই তুমুল জনপ্রিয়তার প্রধান কারণ হচ্ছে ওয়াজ-মাহফিলে মানুষকে ইসলাম এর বিভিন্ন বিষয়াদি ও কোরআন-হাদিস কে সুন্দর সাবলীল ভাবে বুঝানো। এছাড়া বর্তমান যুগের সাথে ইসলামের পথে কীভাবে নিজেকে মানিয়ে নেওয়া যায় তারও অনেক অনেক সহজ পদ্ধতি তরুণদের মাঝে তুলে ধরার কারণে হয়েছেন তরুণদের প্রিয় একজন মানুষ।
আগে যেখানে যুবকদের ফোনে ইন্ডিয়ান গান বাজতো এখন সেখানে আজহারী হুজুরের ওয়াজ শুনা যায়। বর্তমানে দেশের তরুণ প্রজন্মের আইডল হলেন মিজানুর রহমান আজহারী। দুনিয়াতে শত খারাপ কাজ থেকে বিরত থাকার জন্য উনার কন্ঠে পবিত্র কোরআনের বাণী ও তাফসিরই যথেষ্ঠ।

এদিকে তার এতো বিপুল জনপ্রিয়তার পাশাপাশি তৈরি হয়েছে অনেক বিরোধিতাও। অনেক মাজারপূজারিরা উনার বিভিন্ন ছোটখাটো বক্তব্য উল্টোপাল্টা বলে উনার বিরোধিতা করছে।তবে বাতিলরা যতই উনার বিরোধিতা করছে ততই মানুষ উনার পক্ষে আসছে।

মিজানুর রহমান আজহারীর এই বিপুল জনপ্রিয়তা আবার অনেকের কাছে হিংসার কারণ হয়ে দাড়িয়েছে। তেমনই একজন মানুষ হলেন বাংলাদেশের জনপ্রিয় একজন বক্তা কুয়াকাটার হুজুর। কয়েকদিন আগে তিনি একটি মাহফিলে মিজানুর আজহারীর এতো জনপ্রিয়তাকে অতি নগন্য বলেন। এর সাথে বলেন যে ওই মাহফেলের দিন যদি বৃষ্ঠি না হতো তাহলে উনার মাহফিলেও নাকি লাখো লোকের সমাগম ঘটতো। এছাড়া তিনি মিজানুর রহমান আজহারীকে বাটপার বলেও সম্বোধন করেন।

একজন গণ্যমান্য হুজুরের এমন বিদ্রুপ মন্তব্যের বিরুদ্ধে মিজানুর রহমান আজহারী কিন্তু ভ্রাতৃত্যের ডাক দিয়েছেন। উনার নিজের এলাকার মাহফিলে কুয়াকাটা হুজুরকে ওই মাহফিলের পরের দিনের অতিথি দেখে উনি হুজুরকে যথাযথ সম্মান প্রদর্শন করেন সেই সাথে হুজুরের ওয়াজ শুনে যে অনেক মানুষ ধর্মের পথে আসছে এটার তারিফও করেন।
এভাবেই মিজানুর রহমান আজহারী কুয়াকাটা হুজুরকে নৈতিকতার উদাহরণ দিলেন। উনার নৈতিকতার কাছে হেরে গেলেন কুয়াকাটা হুজুর।

পরিশেষে একটা কথাই বলতে চাই, আমরা মুসলিমরা অন্য ধর্মের মানুষের মাধ্যমে নির্যাতিত নই। আমরা নিজেরাই নিজেদের মধ্যে কাদা ছুড়াছুড়ি করে নিজেদের ধর্মকে অন্যের কাছে হাস্যকর বিষয়ে পরিণত করছি। আমাদের মধ্যে ভ্রাতৃত্যবোধ নেই বলে আজ আমরা নির্যাতিত। আসুন এসব হিংসা-বিদ্বেষ পরিত্যাগ করি। কোনো বক্তার যদি কোথাও ভুল হয় তাহলে আসুন উনাকে বুঝিয়ে দিন এখানে এমন জায়গায় ভুল হয়েছে। মানুষ মাত্রই ভুল। একজন মানুষের ভুল হতেই পারে। তাই বলে এভাবে হিংসা করার মানে হয় না। এসব দলাদলি বাদ দিয়ে সব মুসলমান এক হোন। এক মুসলমান ভাই আরেক মুসলমান ভাইয়ের জন্য নিজেকে উজাড় করে দিন। আসুন দুনিয়া আখিরাতে আমরা সবাই দ্বীনি বন্ধনে আবদ্ধ হই।

কোনো কিছু ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্ঠিতে দেখবেন।
আসসালুআলাইকুম

Exit mobile version