Site icon Amra Moulvibazari

পা কেটে ফেলার কয়েক মাস পরেই কমনওয়েলথে স্বর্ণ জিতলেন অ্যালিস টাই

পা কেটে ফেলার কয়েক মাস পরেই কমনওয়েলথে স্বর্ণ জিতলেন অ্যালিস টাই


অ্যালিস টাই। ছবি: সংগৃহীত

পা কেটে ফেলার কয়েক মাস পরেই কমনওয়েলথ গেমসে স্বর্ণ জিতলেন প্যারা সাঁতারু অ্যালিস টাই। বার্মিংহামে রোববার (৩১ জুলাই) ২৩ বছর বয়সী এই সাঁতারু ১০০ মিটার ব্যাকস্ট্রোকে স্বর্ণ জেতেন।

অ্যালিস টাইয়ের এটি ক্যারিয়ারের দ্বিতীয় কমনওয়েলথ পদক। চার বছর আগে গোল্ড কোস্টে প্রথম পদক জিতেছিলেন টাই। এবারেরটিকে অনেক বেশি অপ্রত্যাশিত বলে অভিহিত করেছেন এই সাঁতারু। বিবিসিকে তিনি বলেন, ভাবিনি এই মৌসুমে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবো। এখানে অংশ নেয়ার সুযোগ দেয়ায় টিম ইংল্যান্ডের প্রতি আমি কৃতজ্ঞ।

অ্যালিস টাই। ছবি: সংগৃহীত

অ্যালিস টাই বলেন, অপারেশনের পর ক্রাচ বা হুইল চেয়ার কোনোটিই ব্যবহার করতে পারতাম না। ইলেকট্রনিক হুইল চেয়ারই ছিল ভরসা। ভেবেছিলাম, অঙ্গহানির পর ঠিকভাবে সব ঘটলে আবার আমি খেলায় ফিরতে পারবো। কিছুটা নাটকীয় হলেও আমি সবই সম্পন্ন করতে পেরেছি।

২০১৯ প্যারা অলিম্পিক সাঁতারে ৭টি স্বর্ণ জিতেছিলেন অ্যালিস। গত বছর দুই পায়ের সার্জারির কারণে প্যারা অলিম্পিকে অংশ নিতে পারেননি এই সাঁতারু। অপারেশনের পর আর ক্রাচে নয়, তাকে চলতে হয়েছে ইলেকট্রিক হুইল চেয়ারে।

আরও পড়ুন: হ্যারি কেইনদের কান্না ভুলিয়ে ইংল্যান্ডের মেয়েদের মাথায় ইউরোপ সেরার মুকুট

/এম ই



Exit mobile version