Site icon Amra Moulvibazari

জয়পুরহাটে নিজ ঘরে গৃহবধূকে গলা কেটে হত্যা

জয়পুরহাটে নিজ ঘরে গৃহবধূকে গলা কেটে হত্যা


সিনিয়র করেসপনডেন্ট, জয়পুরহাট:

জয়পুরহাটের আক্কেলপুরে পান্না বেগম (৩০) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ পাওয়া গেছে। তিনি গুডুম্বা গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী। মঙ্গলবার (৭ মার্চ) রাত ১০টার দিকে উপজেলার গুডুম্বা পূর্বপাড়া গ্রামে নিহতের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, পান্না বেগমের স্বামী সিরাজুল ইসলাম গ্রামের মসজিদ থেকে শবে বরাতের মিলাদ শেষে রাত ১০টার দিকে বাড়ি ফেরেন। এ সময় ঘরে ঢুকে তিনি স্ত্রীর গলা কাটা লাশ দেখতে পান। তার চিৎকারে গ্রামবাসীরা ছুটে আসে এবং থানায় খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে রাতেই থানায় নিয়ে যায়। গ্রামবাসীদের ধারণা, চুরির ঘটনা থেকে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।

আক্কেলপুর থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, লাশ রাতেই থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য বুধবার সকালে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

এএআর/



Exit mobile version