Site icon Amra Moulvibazari

বিহারে ১০০ নম্বরের পরীক্ষায় শিক্ষার্থী পেলেন ১৫১! 

বিহারে ১০০ নম্বরের পরীক্ষায় শিক্ষার্থী পেলেন ১৫১! 


ছবি: সংগৃহীত

ভারতের বিহারে একটি বিষয়ের পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে ১৫১ পেয়েছেন এক শিক্ষার্থী। রোববার (৩১ জুলাই) ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করে।

প্রতিবেদনে বলা হয়, ভারতের বিহারের দারভাঙ্গা জেলার ললিত নারায়াণ মিথিলা ইউনিভার্সিটিতে (এলএনএমইউ) এ ঘটনা ঘটে।

অনার্সের ওই শিক্ষার্থী বলেন, রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের পরীক্ষায় এমন নম্বর পেয়ে সত্যি আমি অবাক হয়েছি। যদিও এটা ছিল একটি অস্থায়ী মার্কশিট। তবে ফল প্রকাশের আগে তা কর্তৃপক্ষের পরীক্ষা করা উচিত ছিল। অন্যদিকে অভিযোগ পাওয়া যায়, এ শিক্ষাপ্রতিষ্ঠানের অপর এক শিক্ষার্থী অ্যাকাউন্টিং ও ফিন্যান্স পরীক্ষায় শূন্য নম্বর পাওয়া সত্ত্বেও তাকে পরের গ্রেডে উন্নীত করা হয়েছে।

এ বিষয়ে শিক্ষাপ্রতিষ্ঠানটির রেজিস্ট্রার বলেন, টাইপিং সমস্যার কারণে এটা হয়েছে। টাইপোগ্রাফিক ত্রুটি সংশোধনের পর উভয় শিক্ষার্থীকে নতুন মার্কশিট দেওয়া হয়েছে। এগুলো শুধুই টাইপোগ্রাফিক ত্রুটি ছিল, অন্য কিছু নয়।

/এনএএস



Exit mobile version