Site icon Amra Moulvibazari

ইরাকে বহাল থাকবে মার্কিন সেনাবাহিনীর কার্যক্রম; পেন্টাগন প্রধানের প্রতিশ্রুতি

ইরাকে বহাল থাকবে মার্কিন সেনাবাহিনীর কার্যক্রম; পেন্টাগন প্রধানের প্রতিশ্রুতি


ছবি: সংগৃহীত

ইরাকে বহাল থাকবে মার্কিন সেনাবহরের কার্যক্রম। মঙ্গলবার (৭ মার্চ) দেশটিতে ঝটিকা সফরে যাওয়া প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন এই প্রতিশ্রুতি দিয়েছেন।

ইরবিল প্রদেশের মার্কিন ঘাঁটি সফর করেন পেন্টাগন প্রধান। সেখানেই সংবাদ সম্মেলনে লয়েড অস্টিন জানান, মার্কিন নেতৃত্বাধীন অভিযানের মাধ্যমে সাদ্দাম হুসেইনকে উৎখাতের ২০ বছর পরও যুক্তরাষ্ট্র মিত্রের প্রতি প্রতিজ্ঞাবদ্ধ। তিনি বলেন, ইরাকি সরকারের অনুরোধে দেশটিতে দায়িত্ব পালন অব্যাহত রাখবে সেনারা।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেন, ইরাকি সরকারের আহ্বানে সাড়া দিয়েই দেশটিতে কাজ করতে প্রস্তুত মার্কিন সেনাবহর। জঙ্গি সংগঠন আইএসকে নির্মূলের পাশাপাশি সাধারণ মানুষদের নিরাপত্তায় কাজ করবো আমরা। প্রতিবেশি ইরানের কারণেও হুমকির মুখে ইরাকের সার্বভৌমত্ব।

বর্তমানে ইরাকে আড়াই হাজার মার্কিন সৈন্য রয়েছে। মূলতঃ স্থানীয় নিরাপত্তা বাহিনীকে পরামর্শ এবং প্রশিক্ষণ দিয়ে থাকে তারা। পাশাপাশি, সন্ত্রাসবাদ নির্মূলে সহযোগিতা করছে। ২০১৪ সালে, ইরাকের বিশাল অংশজুড়ে খেলাফত প্রতিষ্ঠার ঘোষণা দেয় আইএস। তারপরই, চালানো হয় সন্ত্রাসবাদ বিরোধী অভিযান।

আরও পড়ুন: শবে বরাতের রাতে পশ্চিম তীরে ইসরায়েলি তাণ্ডব; নিহত অন্তত ৬

/এম ই



Exit mobile version