Site icon Amra Moulvibazari

বন্ধ হয়ে গেলো মার্কিন ফার্স্ট রিপাবলিক ব্যাংক

বন্ধ হয়ে গেলো মার্কিন ফার্স্ট রিপাবলিক ব্যাংক


ছবি: সংগৃহীত

এবার বন্ধ হয়ে গেলো মার্কিন ফার্স্ট রিপাবলিক ব্যাংক। এ নিয়ে গত দুই মাসে যুক্তরাষ্ট্রের তৃতীয় একটি ব্যাংক ধসে পড়লো। যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রক সংস্থাগুলো জানিয়েছে, ব্যাংকটি জব্দ করা হয়েছে এবং জে পি মরগ্যান ব্যাংকটি কিনে নেবে। খবর এপি’র।

প্রতিবেদনে বলা হয়, জে পি মরগ্যান ফার্স্ট রিপাবলিকের সবকিছু নিচ্ছে না। তারা ফার্স্ট রিপাবলিকের ১৭৩ বিলিয়ন ডলার বা ১৭ হাজার ৩০০ কোটি ডলার ঋণ, ৩০ বিলিয়ন বা ৩ হাজার কোটি ডলারের সিকিউরিটিজ ও ৯২ বিলিয়ন বা ৯ হাজার ২০০ কোটি ডলারের আমানত অধিগ্রহণ করছে।

সর্বশেষ খবরে প্রকাশিত হওয়ার পর আজ প্রাক্‌-লেনদেনে ফার্স্ট রিপাবলিক ব্যাংকের শেয়ারদর ৩৬ শতাংশ কমেছে। সামগ্রিকভাবে এ বছর ফার্স্ট রিপাবলিকের শেয়ারের দাম কমেছে ৯৭ শতাংশ। অন্যদিকে জে পি মরগ্যানের শেয়ারের দাম বেড়েছে ২ দশমিক ৬ শতাংশ।

/এনএএস



Exit mobile version