উয়েফা চ্যাম্পিয়নস লিগে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে বেনফিকা। দ্বিতীয় লেগের খেলায় ক্লাব ব্রুগকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে শেষ আট নিশ্চিত করে রজার শেমিদের শিষ্যরা।
নিজেদের মাঠ দ্য লুজ স্টেডিয়ামে ক্লাব ব্রুগকে আতিথ্য দেয় বেনফিকা। ক্লাব ব্রুগের মাঠে প্রথম লেগে ২-০ গোলে জিতে কোয়ার্টার ফাইনালে আগেই এক পা দিয়ে রাখে পর্তুগিজ ক্লাবটি। দ্বিতীয় লেগে ম্যাচের শুরু থেকেই বল দখলে রেখে পুরো ম্যাচে আধিপত্য বিস্তার করে খেলতে থাকে বেনফিকা। ব্রুগের রক্ষণের উপর একের পর এক আক্রমণ শানাতে থাকে গনসালো রামোস, ডাভিড নেরেসরা।
ম্যাচের ২ মিনিটেই এগিয়ে যেতে পারতো স্বাগতিকরা। তবে অফসাইডে কাঁটা পড়ে মারিওর গোল। তবে প্রথম গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি বেনফিকাকে। ম্যাচের ৩৮ মিনিটেই এগিয়ে যায় স্বাগতিকরা; স্কোরশিটে নাম লেখান রাফা সিলভা। প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করেন রামোস। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বেনফিকা।
দ্বিতীয়ার্ধে ব্রুগকে আরও হতাশায় ডোবায় বেনফিকা। ৫৭ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন পর্তুগিজ ফরোয়ার্ড গনসালো রামোস। এরপর পেনাল্টি থেকে হোয়াও মারিও গোল করেন ৭১ মিনিটে। এর ৬ মিনিট পর দলের পক্ষে ৫ম গোল করেন ডেভিড নেরেস। ম্যাচের ৮৭ মিনিটে ক্লাব ব্রুগের পক্ষে সান্ত্বনাসূচক একমাত্র গোলটি করেন বিয়র্ন মেইজার। দুই লেগ মিলিয়ে ৭-১ ব্যবধানে জয় তুলে নেয় পর্তুগিজ জায়ান্ট বেনফিকা।
/আরআইএম