নাটোরে পৃথক স্থানে বজ্রপাতে দুইজনের মৃত্যু, আহত ৭

0
3


ছবি: সংগৃহীত

সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:

নাটোরের বাগাতিপাড়া ও বড়াইগ্রামে পৃথক বজ্রপাতের ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরও সাতজন। সোমবার (১ আগস্ট) সকালে এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নাটোরের বাগাতিপাড়া উপজেলার করমদোসী এলাকায় বাড়ির পাশে চায়ের দোকানে বসে ছিল রাজমিস্ত্রি আশিক ও তার বাবা সিহাব উদ্দিনসহ আরও ১০-১২ জন। এ সময় বৃষ্টি ও ঝড়ো বাতাস শুরু হয়। কিছুক্ষণ পরে দোকানটিতে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই আশিক মারা যায়। এ সময় আহত হয় তার বাবা সিহাব উদ্দিনসহ আরও ছয়জন। আহতদের মধ্যে ৫ জনকে পুঠিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর ২ জনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

অপরদিকে, নাটোরের বড়াইগ্রামের নটাবাড়িয়া মাঠে কৃষি জমিতে কাজ করার সময় বজ্রপাতে ছলিম উদ্দিন নামে আরও একজনের মৃত্যু হয়। বজ্রপাতে ছলিমের মুখমন্ডলসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। পরে এলাকাবাসী মরদেহটি উদ্ধার করে।

/এনএএস