যানজট নিরসনে অভ্যন্তরীণ নৌ যোগাযোগ ব্যবস্থা চালুর তাগিদ বিদ্যুৎ প্রতিমন্ত্রীর

0
3


বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

যানজট নিরসনে অভ্যন্তরীণ নৌ যোগাযোগ ব্যবস্থা পুনরায় চালু করার তাগিদ দিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। শহরের ভেতরের বন্ধ নৌপথগুলো চালু করলে সময়ের পাশাপাশি অর্থেরও সাশ্রয় হবে বলে মনে করেন তিনি।

শনিবার (১ এপ্রিল) সকালে কেরানীগঞ্জের শুভাড্যা খাল পরিদর্শনকালে প্রতিমন্ত্রী জানান, ধলেশ্বরী ও বুড়িগঙ্গার সংযোগকারী এ খালকে কেন্দ্র করে এক সময় গড়ে উঠেছিল এই এলাকার বাণিজ্য। তাই এটি কেবল খনন নয়, এর আশেপাশে রাস্তাঘাট ও অন্যান্য অবকাঠামো নির্মাণ জরুরি বলে মনে করেন স্থানীয় সংসদ সদস্য। এ সময় পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান ও পরিকল্পনা কমিশনের সদস্য ফজলুল হকও তার সাথে ছিলেন।

বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, পানি প্রবাহ আবার চালু করা গেলে ঢাকা ও মুন্সীগঞ্জের সাথে নৌ যোগাযোগ চালু করা সম্ভব। সম্প্রতি মন্ত্রিসভার বৈঠকে এই খাল পুনঃখননে তিনশ’ সতের কোটি টাকার প্রকল্প অনুমোদন করেছে সরকার।

/এম ই