কলেজছাত্র নির্যাতন; উপজেলা ছাত্রলীগ নেতা বহিষ্কার

0
1


সৈয়দ আকিবকে বহিষ্কার করেছে জেলা ছাত্রলীগের প্রেস বিজ্ঞপ্তি।

কলেজছাত্রকে নির্যাতনের দায়ে অভিযুক্ত সাতক্ষীরার তালা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ আকিবকে দলীয় শৃঙ্খলাভঙ্গ ও সংগঠন বিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে বহিষ্কার করেছে জেলা ছাত্রলীগ।

সোমবার (২৫ এপ্রিল) রাতে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

আরও পড়ুন: প্রেম নিয়ে বিরোধ; কলেজছাত্রকে মারধর ও মাথা ন্যাড়া করে দিলো ছাত্রলীগ নেতা

এর আগে, শনিবার (২৪ এপ্রিল) দুপুরে প্রেমজনিত কলহের জেরে কলেজছাত্র তন্ময়কে ফোনে ডেকে তালা কলেজের একটি রুমে নিয়ে মারপিট, মাথা ন্যাড়া করে দেয়া ও উলঙ্গ করে ভিডিও ধারণের অভিযোগ ওঠে তালা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ আকিবের বিরুদ্ধে।

এ ঘটনায় নির্যাতিত শিক্ষার্থীর বাবা ৫ জনকে জ্ঞাত ও বেশ কয়েকজনকে অজ্ঞাত আসামি করে মামলা একটি মামলা দায়ের করেন।

সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনার সঙ্গে যারাই জড়িত থাকুক তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে, কোনো ছাড় দেয়া হবে না।

/এসএইচ