রংপুরের পীরগাছায় পুকুরের পানিতে ডুবে উম্মে হাবিবা নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (২১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার অনন্তরাম রাজবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত উম্মে হাবিবা ওই এলাকার ভ্যানচালক হাসান আলীর মেয়ে।
পরিবার সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির আঙিনায় খেলা করছিল শিশু হাবিবা। বিকেল সাড়ে ৩টার দিকে তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন পরিবারের লোকজন। একপর্যায়ে শিশু হাবিবাকে বাড়ির পাশের একটি পুকুরের পানিতে ভাসতে দেখেন তার বাবা হাসান আলী। পরে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, শিশুটির মৃত্যুর খবর পেয়েছি। বাড়ির পাশে খেলতে গিয়ে পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে।
জিতু কবীর/এসআর/এমএস