এবার ইরানি চলচ্চিত্রে জয়া আহসান

0
1


‘ফেরেশতে’ সিনেমার একটি দৃশ্যে জয়া আহসান।

এবার একটি ইরানি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান। সিনেমার নাম ফেরেশতে! কিছুদিন আগে শুরু হয়েছে এ সিনেমার শুটিং।

চেনাজানা গল্পের চেনা এক চরিত্রে অভিনয় করছেন জয়া আহসান। যে চরিত্রের সাথে হয়তো খুব সহজেই নিজেকে মেলাতে পারবেন দর্শক। যাপিত জীবনের ঘ্রাণ মিলবে গল্পের চিত্রনাট্যে।

‘ফেরেশতে’ সিনেমাটি ইরানি। তবে দৃশ্যায়িত হচ্ছে বাংলা ভাষায়। ডাবিং করে ইরানে দেখানো হবে এ সিনেমা। সিনেমাটির গল্প লেখার পাশাপাশি পরিচালনা করছেন ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম। জয়াকে নিয়ে প্রশংসা শোনা গেলো তার কণ্ঠে।

পরিচালক মুর্তজা অতাশ জয়া আহসান অনেক ভাল অভিনয় করেন। তার বেশি কিছু কাজ আমি আগে দেখেছি। সব কিছু বিবেচনায় তাকে এ সিনেমায় যুক্ত করা। আশা করছি দারুণ একটি সিনেমা হবে ফেরেশতে।

বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনার এ সিনেমায় আরও অভিনয় করছেন রিকিতা নন্দীনি শিমু, সুমন ফারুক এবং অনেকে।
এরইমধ্যে সিনেমার বেশ কিছু অংশ শুটিং হয়েছে শহরের বিভিন্ন জায়গায়। চলতি সপ্তাহেই শেষ হতে পারে শুটিং। তারপর ইরান ও বাংলাদেশে মুক্তি।

/এসএইচ