যমুনা টিভির ময়মনসিংহ ব্যুরো চিফ হোসাইন শাহীদ ও ভিডিও জার্নালিস্ট দেলোয়ার হোসেনের ওপর সন্ত্রসী হামলা হয়েছে। এসময় পিটিয়ে ভিডিও জার্নালিস্ট দেলোয়ার হোসেনের ডান হাত ভেঙে ফেলা হয়।
জানা যায়, বুধবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে সংবাদ সংগ্রেহের কাজে যমুনা টিভির ময়মনসিংহ ব্যুরো চিফ হোসাইন শাহীদ ও ভিডিও জার্নালিস্ট দেলোয়ার হোসেন মটরসাইকেলে করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিলেন। পথে পাটগুদাম এলাকার ভৈরব রেল ক্রসিংয়ে রেলওয়ে নিউ কলোনি এলাকায় পৌঁছালে এক যুবক তাদের ওপর হামলা চালায়। প্রথমে রেল লাইনের পাথ দিয়ে হোসাইন শাহীদের মাথায় আঘাত করে। পরে ভিডিও জার্নালিস্ট দেলোয়ার হোসেন ওপর চড়াও হয়। এসময় ক্যামেরা ভেঙে ফেলার চেষ্টা করে। একপর্যায়ে দেলোয়ার হোসেনের কানে ও হাতে কামড় দেয় ও পিটিয়ে তার ডান হাত গুরুতর আহত করে। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ও নিউ কলনি এলাকা থেকে ওই যুবককে আটক করে। তার নাম আলিফ ইমরান।
ময়মনসিংহ কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম খান জানান, হামলাকারীকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।
/এটিএম